বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

ভিয়েতনাম যুদ্ধের সাত বছর পরের কথা।

ভিয়েতনাম যুদ্ধের সাত বছর পরের কথা। আমেরিকার সেনাবাহিনীতে জেনারেলের সংখ্যা অতিরিক্ত রকমের বেড়ে গেছে। তাই সরকারের পক্ষ থেকে জেনারেলদের আরলি রিটায়ারমেন্টের জন্য নতুন পলিসি ঘোষণা করা হল-
# এককালীন ১মিলিয়ন ডলার দেয়া হবে
# শরীরের যেকোন দুইটা বিন্দুর মধ্যবর্তী দুরত্ব যত ইঞ্চি (জেনারেলের ইচ্ছামাফিক দুইটা পয়েন্ট), তত হাজার ডলার দেয়া হবে।

ভাল কথা। প্রথম যে জেনারেল রিটায়ার করতে আসলেন, তিনি চাইলেন তার উচ্চতার সমান অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত দুরত্বের সমান ডলার। মাপা হল, ৭ফিট। পেলেন তিনি ৮৪ হাজার ডলার

সেকেন্ড জেনারেল আসলেন। তিনি দুইহাত ছড়িয়ে বললেন সর্বোচ্চ বিস্তারের সমান ডলার তিনি চান। মাপা হল, ৮ ফিট ৫ ইঞ্চি। দেয়া হল তাকে ১লক্ষ ১ হাজার ডলার।

পরেরজন চরম পোংটা । তিনি চাইলেন তার পে**এর মাথা থেকে বলগুলো পর্যন্ত যে দুরত্ব সেই পরিমাণ ডলার। এরকম বয়স্ক একজন মানুষের এই দুরত্ব সবার সামনে মাপা খারাপ দেখায়, তাই তাকে আর্মি হসপিটালে মেপে আসতে বলা হল। সেখানে ফিল্ড মার্শালের সামনে তার প্যান্ট খুলে দেখা গেল তার বলস একটাও নেই।
'জেনারেল, আপনার বলস কোথায়? বাসায় রেখে এসেছেন? নিয়ে আসুন, ডিসটেন্স মাপতে হবে।'

জেনারেল: 'সরি, তা সম্ভব না, বলসদুইটাই ভিয়েতনামে রয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন